দ্বাদশ শ্রেণী ভূগোল MCQ অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া I HS Geography Mcq Suggestion
দ্বাদশ শ্রেণী ভূগোল MCQ অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া I HS Geography Mcq Suggestion
তোমাকে আমাদের ওয়েবসাইট এ স্বাগত I বন্ধু রা আজ আমরা WBCHSE বোর্ড এর ক্লাস ১২ এর ভূগোল বই এর প্রথম অধ্যায় ভূমি রূপ প্রক্রিয়া থেকে কিছু গুরুতপূর্ণ MCQ তুলে ধরেছি I তোমরা যদি এই প্রশ্ন গুলি মনোযোগসকারে প্র্যাক্টিস করো তাহলে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমরা অতি সহজে প্রশ্নের উত্তর করতে পারবে।
বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
1 *ভূমিরুপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন?
(a) ডেভিস (b) প্র্যাট (c) গিলবার্ট (d) পেঁক
2. যেসব অঞ্চলের বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি সেখানে কী ধরনের আবহবিকার ঘটে?
(a) রাসায়নিক আবহবিকার (b) জৈব রাসায়নিক আবহবিকার (c) যান্ত্রিক আবহবিকার (d) জৈব যান্ত্রিক আবহবিকার।
3.আবহবিকার যে পার্থিব প্রক্রিয়ার অন্তর্গত নয় –
(a) মানব প্রক্রিয়া (b) মহাজাগতিক প্রক্রিয়া (c) অন্তর্জাত প্রক্রিয়া (d) বর্হিজাত প্রক্রিয়া।
4. কোন কোন ক্ষয়সাধন পদ্ধতিতে হিমবাহ অবরোহণ প্রক্রিয়ায় অংশ নেয়?
(a) অবঘর্ষ ও দ্রবণ (b) উৎপাটন ও অবঘর্ষ (c) ঘর্ষণ ও উৎপাটন (d) অবঘর্ষ ও লম্মদান।
5. *অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল—
(a) ক্ষয়জাত পর্বত (b) আগ্নেয় পর্বত (c) প্লাবনভূমি (d) বাজাদা।।
6.*অন্তর্জাত অন্তর্গত প্রক্রিয়ার ফল হল (WBCHSE Sample Question )
(a) পর্যায়ন(b) আবহবিকার (c) সমস্থিতি(d) ভূ বিপর্যয়।
7.* নিম্নলিখিত কোনটি বহিজাত প্রক্রিয়া নয়?
(a) পুঞ্জ ক্ষয় (b) হিমবাহ ক্ষয় (c) অগ্নুৎপাত (d) নদীর মাধ্যমে ক্ষয়
8. গিরিজনি আলোড়ন হল-
(a) বহির্জাত প্রক্রিয়া (b) ধীর অন্তর্জত প্রক্রিয়া (c) আকস্মিক অন্তর্জত প্রক্রিয়া (d) আকস্মিক বহিৰ্জাত প্রক্রিয়া।
9. যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হল—
(a) পর্যায়ন(b) আরোহ(c) অবরোহণ (d) আবহবিকার।
10. *আরোহণ পদ্ধতির ফলে ভূমিঢালের পরিমাণ—
(a) একই থাকে(b) হ্রাস পায়(c) বৃদ্ধি পায় (d) শূন্য হয়।
11. *অবরোহণ-এর অন্তর্গত নয়, এমন প্রক্রিয়াটি হল
(a) আবহবিকার (b) অবঘর্ষ (c) নগ্নীভবন (d)সঞ্চয়
12. বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হল— [WBCHSE Sample Question ’18]
(a) অগ্ন্যুদগম (b)ভূমিকম্প (c) সমুদ্রতরঙ্গ (d) কোনোটিই নয়।
13. *আরোহণ প্রক্রিয়াটি অত্যন্ত—
(a) দ্রুত প্রক্রিয়া (b) ধীর প্রক্রিয়া(c) মধ্যম প্রক্রিয়া(d) অতি দ্রুত প্রক্রিয়া।
14. স্খলভূমির নীচু অংশ ভরাট হয় যে প্রক্রিয়ায়
(a) অবরোহণ (b) আরোহণ (c) অবহবিকার (d) ক্ষয়ীভবন।
15. অবরোহণ প্রক্রিয়ার ভূমিরূপ হল
(a) লোয়েস (b) বালিয়াড়ি (c) ব্রে|-আউট (d) কোনোটি নয়।
16* অবরোহণ বলতে সাধারণত—
(a) নদী ও বাকি সবগুলির (b) বায়ু (c) হিমবাহ (d) সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজকে বোঝায়।
17 *‘দ্বিতীয় ক্রম’ ভূমিরূপহল—
(a) মহাদেশ (b) বালিয়াড়ি(c) সার্ক (d) মালভূমি।
17 আরোহণ প্রক্রিয়াটি অন্য কী নামে পরিচিত?
(a) মহাজাগতিক প্রক্রিয়া (b) স্তূপ করণ প্রক্রিয়া (c) আবহবিকার *(d) পুষ্ঠিত স্খলন।
18. আরোহণের মাত্রা নির্ণয়কারী একটি প্রাকৃতিক অবস্থা হলো –
(a) পুঞ্জিত স্বলনের পরিমাণ (b) আবহবিকারের তীব্রতা (c) বৃষ্টিপাত (d) স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন।
19. তত্ত্বগতভাবে অবরোহণের শেষ সীমা কোনটি?
(a) মালভূমি (c) নদী উপত্যকা (b) পর্বত পাদদেশ (d) নিকটতম সমুদ্রপৃষ্ঠ
20 *অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল—
(a) ক্ষয়ীভবন (b) পর্যায়ন (c) আবহবিকার (D) পুঞ্জিত ক্ষয়
21. ভঙ্গিল পর্বত গঠিত হয়—
(a) গিরিজনি আলোড়ন (c) ইউস্ট্যাটিক আলোড়ন (b) মহীভাবক আলোড়ন (d) সমস্থিতিকআলোড়ন।
22. রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা
(a) 5 (b) 4 (c) 6 (d) 7 -এর বেশি হলে অসংখ্য ক্ষয়ক্ষতি হয়।
23.*ভারতের একটি উল্লেখযোগ্য জল বিভাজিকা হল—
(a) নীলগিরি পর্বত (b) পশ্চিমঘাট পর্বত(c) মেঘালয় মালভূমি (d) ছোটোনাগপুর মালভূমি।
24.* শিলায় মরিচা পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার?
(a) জল যোজন (b) শল্কমোচন (c ) জারণ প্রক্রিয়া (d) অঙ্গারযোজন
25.* রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ করা যায়—
(a) নিরক্ষীয় জলবায়ু (b) মরু জলবায়ু (c) শুষ্ক নাতিশীতোয় (d) মেরু জলবায়ু অঞ্চলে।
26. ‘গ্রেড’ শব্দটি প্রথম ব্যবহার করেন— [WBCHSE [19]
(a) জি কে গিলবার্ট (b) ডব্লিউ ডি থর্নবেরী (c) আর্থার হোমস্ (d) ডব্লিউ এম ডেভিস।
27. আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে বলা হয়—[WBCHSE Sample Question [18]
(a) পর্যায়ন (b) অবরোহণ (c) আরোহণ (d) নির্মোচন
27. কত খ্রিস্টাব্দে ‘গ্রেড’ শব্দের প্রথম ব্যবহার ঘটে?
(a) 1956 খ্রিস্টাব্দে (b) 1876 খ্রিস্টাব্দে (c) 1867 খ্রিস্টাব্দে (d) 1967 খ্রিস্টাব্দে।
28.পর্যায়ন প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ—
(a) বহির্জাত প্রক্রিয়া b) বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া (c) মৃত্তিকাজাত প্রক্রিয়া (d) মহাজাগতিক প্রক্রিয়া।
29.’ কোন কোন ভূবিজ্ঞানী বহিজাত প্রক্রিয়াকে ক্রমায়ন বলেছেন?
(a) চেম্বারলিন ও স্যালিসবারি (b) চেম্বারলিন ও গিলবার্ট (c) গিলবার্ট ও স্যালিসবারি (d) পেঙ্ক ও চেম্বারলিন।
30* * রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়—
(a) শুষ্ক জলবায়ু (b) আর্দ্র জলবায়ু (c) শীতল জলবায়ু (d) প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে।
31 *টর ভূমিরূপ দেখতে পাওয়া যায়—
(a) গ্রানাইট (b) ব্যাসল্ট (c) চুনাপাথর (d) বালি দ্বারা গঠিত অঞ্চলে।
32 * গোলাকার ইনসেলবার্জকে—
(a) মোনাক (b) টর (c) পেডিমেন্ট (d) বোর্নহার্ড বলে।
33. বোলসন দেখতে পাওয়া যায়-
(a) নেপালে (c) শ্রীলঙ্কায় (b) বাংলাদেশে (d) আমেরিকা যুক্তরাষ্ট্রে।
34. নদী মণ্যগুলি উপত্যকার দু-পাশে যখন অসমান উচ্চতায় গড়ে ওঠে তখন তাকে বলে –
(a) যুগল(c)প্রসস্থ (b) অনুগল (d) যৌগিক নদীম!।
35. শিলার পৃষ্ঠস্তুর খোসার মতো ভেঙে খুলে পড়ে কোন্ আবহবিকার প্রক্রিয়া?
(a) ক্ষুদ্রকণা বিশরণ (b) চিলেশন (c ) শল্কমোচন (d) অক্সিডেশন।
36. মরু অঞ্চলের কীসের দ্বারা পর্যায়ন প্রক্রিয়া সংঘটিত হয়?
(a) নদী (b) সমুদ্রতরঙ্গ (C) বায়ু (D)হিমবাহ
37. ভূ-অন্তস্থ কঠিন শিলা উঁচু হয়ে গঠিত ভূমিরূপটি হল—
(a) ট্যালাস (b) বোর্নহার্ড (d) ডারিক্রাস্ট (c) ক্যাসল কাপিজ
38. *আবহবিকার ও ক্ষণীভবনের মিলিত ফল হল—
(a) নগ্নীভবন (b) পর্যায়ন (c) আরোহণ (d) অবরোহণ।
39 কোন প্রক্রিয়াকে ‘চলমান প্রক্রিয়া’ বলে?
(a) আবহবিকার (c) ক্ষয়ীভবন (b) নগ্নীভবন (d) আরোহণ।
40 ব্যাসল্ট শিলায় বিয়োজন ঘটে কোন মৃত্তিকার সৃষ্টি হয়?
(a) লোহিত মুক্তিকা (b) কৃষ্ণ মৃত্তিকা (c) কর্দম মৃত্তিকা (d) বেলে মৃত্তিকা।
41. গভীর আবহবিকারে রেগোলিথ সৃষ্টি হয়, কার বক্তব্য?
(a) হাক (b) ওয়েল্যান্ড (d) উইলিস।(c) আর্থার
42. গ্রানাইটে ক্ষুদ্রকণা বিশরণের ফলে সৃষ্ট অপরিণত পললকে কী বলে
(a) হুস (d) অ্যালকভ (c) গ্রাস (d) আর্চ
43. নগ্নীভবন হল—
(a) Mass wasting (c) Denudation (b) Weathering (d) Erosion |
44. আবহবিকারের ফলে বিচূর্ণীভূত পদার্থের বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা স্থানাস্তরণকে বলে—
(a) আরোহণ (b) অবরোহণ (d) ক্ষয়ীভবন (c) পর্যায়ন
45. *নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোন্টি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় ?
(a) স্তূপ পর্বত (c) সিঙ্কহোল (b) অগ্ন্যুৎপাত(d) ভূমিকম্প।
46. ভূমি ক্রমায়নের প্রধান মাধ্যম হল—
(a) প্রবহমান জলধারা ও ভৌমজল (b) স্বাভাবিক উদ্ভিদ ও ভৌমজলা (c) প্রবহমান জলধারা ও বায়ুপ্রবাহ (d) স্বাভাবিক উদ্ভিদ ও বায়ুপ্রবাহ।
47. ক্ষুদ্রাকার মেসাকে কী বলা হয়?
(a) ইনসেলবার্জ (c) গ্রাস (b) ফিনস্ (d) বিউট।
48. দুটি শিলাগঠনকারী খনিজ যাদের জলশোষণ ক্ষমতা বেশি
(a) হেমাটাইট ও ক্লোরিন (c) হেমাটাইট ও পাইরক্সিন (b) অলিভিন ও পাইরক্সিন (d) অলিভিন ও হেমাটাইট।
49. আরোহণের একটি উল্লেখযোগ্য নিদর্শন কোনটি?
(a) মন্থকূপ (b) আমেঁয়গিরি (9)বদ্বীপ (d) সুনামি।
50. * * যে প্রক্রিয়ার প্লাবনভূমি গঠিত হয়—
(a) আরোহণ (b) অবরোহণ(C) পর্যায়ন (d) জৈবিক আবহবিকার।
51. . আবহবিকার শব্দটি এসেছে কোথা থেকে?
(a) আবহাওয়া(b) অবঘর্ষ(c) অববিকাশ(d) আরোহণ।
52. আবহবিকার কয় প্রকার?
(a) 4 (b) 3 (c) 5.(d) 2
53. *আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে বলে—
(a)স্ক্রী (c) রেগোসল(b) ট্যালাস (d) রেগোলিথ।
54. যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে বলে- [ WBCHSE 16]
(a) ক্ষয়ীভবন(c) আবহবিকার (b) পুঞ্জ ক্ষয় (d) পর্যায়ন।
55. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হল—
(a) ভূমির ঢাল (b) পুষ্ঠিত স্খলনের(c) স্বাভাবিক উদ্ভিদের আচ্ছাদন (d) নদীর ক্ষয়শক্তি।
56. একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল
(a) আবহবিকার (b) গিরিজনি আলোড়ন (c) নদীর কাজ (d) বায়ুর কাজ।
57. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহণ ও সয় কাজের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়-
(a) পর্যায়ন (b) ক্ষয়সাধন (c) আবহবিকার (d) আরোহণ।
58. ”The Present is the key to the past” উক্তিটি কার-
(a) জেমস হাটন (b)ডেভিস (c ) ওয়ালটার (d ) এদের কেউ নন
TAGS : HS Geography Mcq Suggestion, geography suggestion, geography suggestion 12, suggestion meaning in bengali,geography suggestion bengali