Latest GK 2023 | ভারতের কিছু জানা শহরের অজানা উপনাম (UPDATED 2023)
ভারতের কিছু জানা শহরের অজানা উপনাম পড়া শুরু করুন -
উঃ মাদুরা
২) ভারতের উদ্যান নগরী কাকে বলে ?
উঃ বেঙ্গালুরু
৩) হ্রদ নগরী কাকে বলা হয় ?
উঃ হায়দ্রাবাদ
৪) সবুজনগরী কোন রাজ্যকে বলা হয় ?
উঃ চেন্নাই
৫) ভারতের বিজ্ঞানী নগরী কাকে বলে ?
উঃ বেঙ্গালুরু
৬) এশিয়ার রোম কাকে বলে ?
উঃ দিল্লিকে
৭) সিলিকন ভ্যালী অফ ইন্ডিয়া বলা হয় ?
উঃ বেঙ্গালুরু
৮) ভারতের প্রবেশ পথ কাকে বলে ?
উঃ মুম্বাই
৯) ভারতের হলিউডের শহর বলা হয় ?
উঃ মুম্বাই
১০) কমলালেবুর শহর বলা হয় ?
উঃ নাগপুর
১১) গোলাপী শহর বলা হয় ?
উঃ জয়পুরকে
১২) আরব সাগরের রাণী কোন শহরকে বলা হয় ?
উঃ কোচি
১৩) প্রাচ্যের ভেনিস বলা হয় ?
উঃ আলেপ্সী
১৪) মন্দিরের দেশ কোন শহরকে বলা হয় ?
উঃ বেনারস
১৫) কোন রাজ্য কে ভূ-স্বর্গ বলা হয় ?
উঃ কাশ্মীর
১৬) সিটি অব জয় (City of Joy) বলা হয় ?
উঃ কলকাতা
১৭) কাকে দাক্ষিণাত্যের রানি বলা হয় ?
উঃ পুনে
১৮) চন্দন বৃক্ষের মন্দির কোথায় অবস্থিত ?
উঃ মাদুরাই
১৯) ভারতের ভেনিস বলা হয় ?
উঃ মুম্বাই
২০) ভারতের গ্লাসগো বলা হয় ?
উঃ হাওড়া
২১) ভারতের খনির শহর কাকে বলা হয় ?
উঃ ধানবাদ
২২) পূর্ব ভারতের কাশ্মীর হল ?
উঃ মনিপুর
২৩) পূর্ব ভারতের প্রবেশদ্বার হল ?
উঃ কলকাতা ।
২৪) পঞ্চনদের দেশ কাকে বলে ?
উঃ পাঞ্জাবকে
২৫) গুম্ফার দেশ বলা হয় ?
উঃ সিকিমকে
২৬) পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলে ?
উঃ ত্রিপুরা
২৭) আর্কিডের শহর বলা হয় ?
উঃ কার্সিয়াং ।
২৮) তালা-চাবির শহর কাকে বলে ?
উঃ আলিগড়
২৯) ভারতের মক্কার দ্বার বলা হয় ?
উঃ সুরাট
৩০) পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলা কে বলা হয় ?
উঃ বর্ধমান ।
৩১) প্রাচ্যের ভেনিস বলা হয় কাকে ?
উঃ কোচি ।