Class 8 Model Activity Task Life Science 2023 (জীবন বিজ্ঞান | FULL MARK 70)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন - 2023
পূর্ণমান : ৭০
শ্রেণি: অষ্টম
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান (জীবন বিজ্ঞান)
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :1×5-5
1.1 দেহের বর্জ্য মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে নেয়—
a) ফুসফুস b) হৃৎপিণ্ড c) বৃক d) পাকস্থলী ।
1.2 ব্যাকটেরিয়া ঘটিত রোগ হল—
a) অ্যালার্জি b) ম্যালেরিয়া ) পোলিও d) কলেরা ।
1.3 সোমাটোট্রফিক হরমোন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল —
a) অগ্ন্যাশয় b) থাইরয়েড c) অ্যাড্রিনাল d) পিটুইটারি ।
1.4. একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হল –
a) করবেট b) কাজিরাঙা c) চাপড়ামারি d) নন্দাদেবী ।
1.5 একটি ওষুধি গাছ হল –
a) শাল b) নিম c) সুন্দরী d) আদা ।
2. এক কথায় উত্তর দাও : (যে কোনো পাঁচটি) 1×5=5
2.1 কোন কোশের দৈর্ঘ্য সবচেয়ে বেশী?
2.2 একটি মিথোজীবি ব্যাকটেরিয়ার নাম লেখ, যা ডাল জাতীয় উদ্ভিদের মূলের
অর্বুদে বাস করে ও নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ ।
2.3. কোন হরমোনের অধিক ক্ষরণে মুনফেস দেখা যায়?
2.4 একটি বিপন্ন বন্য প্রাণীর নাম লেখ ।
2.5 গোলমরিচের তীক্ষ্ণস্বাদের জন্য দায়ী যৌগটির নাম কী ?
2.6 কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে ?
3. সত্য না মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি) 1×5=5
3.1 শ্বেতরক্তকনিকাগুলি নিজের কোশের মধ্যে রোগজীবানুদের পাচন করে ধ্বংস করে ।
3.2 ক্লোরোমাইসেটিন একধরনের অ্যান্টিবায়োটিক।
3.3 গোঁফ, দাড়ি বের হতে সাহায্য করে ইস্ট্রোজেন।
3.4 স্কুইড শোষক যন্ত্রের সাহায্যে শিকার ধরে ।
3.5 বেল গাছ একটি পর্ণমোচী উদ্ভিদ ।
3.6 নয়নতারার মূলে রৌবেসিন নামক উপক্ষার থাকে ।
3.7 মরুভূমির মেসকুইট গাছে পাতা থাকে না ।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো পাঁচটি) 4×5=20
4.1 প্রাণীকোশ ও উদ্ভিদ কোশের দুটি পার্থক্য লেখো। যোগ কলা ও পেশি কলা
একটি করে কাজ লেখো। 2+(1×2)
4.2 খাদ্যকে ভালো রাখার দুটি উপায় লেখো। অনুজীবরা কত ধরনের ও কী কী ?
2+2
4.3 থাইরক্সিন হরমোনের কাজ উল্লেখ করো। বয়ঃসন্ধি কালের দুটি আচরণ লেখ ।
2+2
4.4 বন কেটে ফেলার ফলে পরিবেশের কী কী ক্ষতি হয়? বন বাঁচানোর দুটি উপায় লেখো।
2+2
4.5 নিমগাছের দুটি ওষধিগুণ লেখো । ঘৃতকুমারীর নির্যাসে উপস্থিত কোন উপাদান
জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে?
4.6 অ্যালগাল ব্লুম কী ? একটি ফাইটোপ্ল্যাংটন ও একটি জুপ্ল্যাংকটনের উদাহরণ দাও ।
47 ত্রিফলা কী ? এটি কী কারণে ব্যবহৃত হয়?
_ _ _ _ _ _ _ _ _ _ _
Related Tags :- তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023,তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8,প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8,Class eight bangla question, class 8 life science question answer, বিজ্ঞান class 8 question answer lesson 1,বিজ্ঞান class 8 question answer lesson 2.
Answer Sheet Coming Soon..