General Knowledge (GK) 2023 | FULL BENGALI VERSION
আজ নিয়ে এলাম আপনাদের জন্য কিছু সহজ জিকে । যদি কোন প্রশ্ন বুঝতে সমস্যা হয় , অনুরোধ করে বলছি আপনারা কমেন্ট করবেন ।
১) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?
উঃ সান্দাকফু (৩৬৩০ মি.)।
২) জলপাইগুড়ি জেলার দুটি অভয়ারণ্যের নাম কি ?
উঃ গুরুমারা ও জলদাপাড়া ।
৩) কলকাতার সবচেয়ে পুরোনো সৌধ কোনটি ?
উঃ টাউন হল (১৮০৪ সাল)।
৪) দার্জিলিং জেলায় অবস্থিত উল্লেখযোগ্য জলবিভাজিকাটির নাম কী ?
উঃ সঞ্চল মহালধিরাম জল বিভাজিকা ।
৫) উত্তর ২৪ পরগণার দুটি প্রধান নদীর নাম কী কী ?
উঃ ইছামতি, যমুনা ।
৬) ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি ?
উঃ হুগলি শিল্পাঞ্চল ।
৭) মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
উঃ বীরভূম জেলার দুবরাজপুরে ।
৮) চেঙ্গামারী পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উঃ জলপাইগুড়ি ।
৯) কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় ?
উঃ ১৮৬১ সালে ।
১০) পার্ক সীটের বর্তমান নাম কী ?
উঃ মাদার টেরেজা সরণী ।
১১) পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কী ?
উঃ হাওড়া ।
১২) হাওড়া ব্রিজের দৈর্ঘ্য কত ?
উঃ ২১৫০ ফুট ।
১৩) পশ্চিমবঙ্গের কোথায় চিনিশিল্প গড়ে উঠেছে ?
উঃ হাওড়ার শালিখায়।
১৪) শহরের রাজপ্রসাদ বলা হয় কোন জায়গাকে ?
উঃ হালিশহরকে ।
১৫) ফারাক্কা বাঁধ কোন জেলায় অবস্থিত ?
উঃ মুর্শিদাবাদ ।
১৬) বীরভূম জেলার কোথায় টাঁকশাল আছে ?
উঃ ইলামবাজারে ।
১৭) পুরুলিয়ায় অবস্থিত দুটো পাহাড়ের নাম লেখ ?
উঃ অযোধ্যা পাহাড় (৬৫০ মি.), গোর্গাবুরু পাহাড় (২,২২০ ফুট)।
১৮) কোচবিহার জেলায় কোথায় পাখিরালয় আছে ? উঃ তুফানগঞ্জের রসিক বিলে।
১৯) কলকাতার পাতাল রেল কবে চালু হয় ?
উঃ ১৯৮৪ সালে ।
২০) পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উঃ ঈশ্বরচন্দ্র জালান ।
২১) পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন কমিশনারের নাম কী ?
উঃ সুকুমার সেন ।
২২) পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন কে হয়েছিলেন ?
উঃ বিধানচন্দ্র রায় ।
২৩) পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী ?
উঃ সরোজিনী নাইডু ।
২৪) পশ্চিমবঙ্গে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ?
উঃ সমাচার দর্পণ ।
২৫) পশ্চিমবঙ্গের শুখা জেলার নাম কী ?
উঃ পুরুলিয়া ।
২৬) কলকাতাতে প্রথম ব্ল্যাড ব্যাঙ্ক (১৯৩৯) কে স্থাপন করেছিলেন ?
উঃ উপেন্দ্র ব্রহ্মচারী।
২৭) পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম মহিলা স্পীকারের নাম কী ?
উঃ শানুদেবী ।
২৮) পশ্চিমবঙ্গের প্রথম অর্থমন্ত্রীর নাম কী ?
উঃ যাদবেন্দ্রনাথ পাঁজা ।
২৯) পশ্চিমবঙ্গের সুপ্রীম কোর্টের প্রথম বিচারপতি কে হয়েছিলেন ?
উঃ বিজনকুমার মুখোপাধ্যায়।
৩০) পশ্চিমবঙ্গের নতুন (হায়ী) রাজ্যপালের নাম কী ?
উঃ মায়ানকোটে কেলাথ নারায়ণ ।