(PDF) CLASS 6 FIRST SUMMATIVE BENGALI EXAM PAPER 2023
প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য Class 6 first summative bengali exam paper 2023 - (ষষ্ঠ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ) সমস্ত রকমের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে । সঙ্গে QUESTION এর PDF টাও দেওয়া হল Practice er জন্য । সপ্তম শেণির এপ্রিল মাসে বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি লিখে দেওয়া হল ।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৩
শ্রেণী – ষষ্ঠ পূর্ণমান – ১৫
বিষয় – বাংলা সময় – ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ × ৪ = ৪
১.১) স্কুল বাড়ির ছাদে কী আছে ?
ক) মাটি খ) ইট গ) টালি ঘ) টিন ।
উঃ টালি ।
১.২) ‘আঁচল’ পেতে কে ঘুমায় ?’ –
ক) রাখাল খ) পথিকজন গ) বিশ্বভুবন ঘ) লোকজন ।
উঃ বিশ্বভুবন ।
১.৩) ‘সরস্বতী’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল –
ক) সরঃ+স্বতী খ) সরঃ+সতী গ) সঃ+বতী ঘ) সরঃ+বতী ।
উঃ সরঃ+বতী ।
১.৪) কোনটি সংখ্যাবাচক শব্দ নয় ?
ক) চার খ) সাত গ) পঞ্চম ঘ) নয় ।
উঃ পঞ্চম ।
২। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ১ × ৭ = ৭
২.১) কুমোরে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে ?
উঃ কুমোরে পোকা প্রথমে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে তারপর একরকম হুল ফুটিয়ে তার শরীরে বিশ ঢেলে দেয় যদি কোন মাকড়শা নিরস্ত না হয় তাহলে পাঁচ সাতবার হুল ফোটায় এইভাবে কুমোরে পোকা শিকার ধরে ।
২.২) মাছরাঙা পাখিটির গায়ের রংটি কেমন ?
উঃ মাছরাঙা পাখিটির গায়ের রং হল হ্রস্ব, দীর্ঘ, নীল-নীলান্ত ।
২.৩) বিসর্গ পরিবর্তিত হয়ে ও-কার হচ্ছে এমন একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও ।
উঃ বিসর্গ পরিবর্তিত হয়ে ও-কার হচ্ছে এমন একটি বিসর্গ সন্ধির উদাহরণ হল - ততঃ + অধিক = ততোধিক ।
২.৪) 'জলদ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী ?
উঃ 'জলদ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যা জল দান করে ।
২.৫) সাধিত শব্দ কাকে বলে ?
উঃ যেসব শব্দকে ভাঙলে কয়েকটি অর্থপূর্ণ ছোট ছোট শব্দ পাওয়া যায় তাকে সাধিত বা যৌগিক শব্দ বলে ।
২.৬) বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী ?
উঃ বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি হল কলকাতা, ডাইমণ্ডহারবার, রানাঘাট, এই পথে সওয়া এক ঘণ্টা মত লাগা উচিত ।
২.৭) গেছোদাদা কোথায় থাকে ?
উঃ গেছোদাদা গাছে থাকে ।
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ × ২ = ৪
৩.১) ‘আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ’ - বক্তার এরূপ অনুভবের কারন কী ?
উঃ ঘাসফড়িং-এর সঙ্গে কবির আত্মীয়তা কবিকে পরম আনন্দ দিয়েছে, তাঁকে পুলকিত করেছে, কবির মনকে সবুজ ও সতেজতায় পূর্ণ করেছে। কবির মনে এখন তীব্র আবেগ ও প্রচণ্ড কর্মোদ্দীপনা। সবুজ রং সজীবতা ও প্রাণচাঞ্চল্যের প্রতীক। তাই মনের পরম তৃপ্তির কারণে কবি মানসিক সজীবতা অনুভব করছেন বলেই এরূপ সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন।
অথবা, পাম গাছের বুক বেদনায় ভরা কেন ?
উঃ আদিগন্ত মরুভুমির রুখ-তপ্ত-ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে কালযাপন করতে হয় । এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম । তার হাওয়া পামগাছের বুকে লাগে । মরুর তপ্ত হাওয়ায় পাম গাছের ভীষন কষ্ট হয় । এ কারনেই তার বুক বেদনায় ভরা ।
৩.২) ‘কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে’ - কী ভুল হয়ে যাচ্ছে ?
উঃ মাস্টারমশাই যখন শঙ্করকে এমু পাখির সম্পর্কে বর্ণনা দিতে বলল তখন শংকর বলেছিল যে এমু পাখি ঘোলপুকুরে সবেদা গাছের ডালে এসে বসেছিল, এমু পাখির গায়ের রং গাড় ছাই রঙের এমুপাখি উড়তে পারে । এমু পখি যখন আকাশে উড়ে যায় তখন সব পাখিরা ভয়ে সরে যায়। তখন মাস্টার মশাই চিৎকার করে বলল এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ বানিয়ে বানিয়ে যে পাট বলে যাচ্ছ । সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল তখন শঙ্কর বুঝতে পারল যে তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছ্যে ।
অথবা, ‘তাই তারা স্বভাবতই নীরব’ - তারা কেন নীরব ?
উঃ কথক বলেছেন পোষা জন্তুরা নাকি অনেক বেশি চেঁচামেচি করে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা ঘোড়ার শব্দ বড়ো একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রান বাঁচিয়ে চলতে হয়। কারণ চোরা শিকারিরা তাদের কোনো ক্ষতি না করতে পারে। তাই স্বভাবতই নীরব ।
Related Tags : Class 6 April 2023 Bengali Model Activity Task Question Answer Solution, model activity task Science class 6 part 3, Class 6 model activity task Science part 1, Class 6 model activity task Science part 2, Class 6 model activity task Science november, Class 6 model activity task Science bengali, class 6 Science activity 1