(PDF) CLASS 6 FIRST SUMMATIVE SCIENCE EXAM PAPER 2023

প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য Class 6 First Summative SCIENCE Exam Paper 2023 - (সপ্তম শ্রেণী বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ) সমস্ত রকমের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে ।  সঙ্গে QUESTION এর PDF টাও দেওয়া হল Practice er জন্য । সপ্তম শেণির এপ্রিল মাসে বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি লিখে দেওয়া হল ।
CLASS 6 FIRST SUMMATIVE SCIENCE EXAM PAPER 2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৩

শ্রেণী – ষষ্ঠ          পূর্ণমান – ১৫

বিষয় – বিজ্ঞান     সময় – ৩০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও :                 ১ × ৩ = ৩

ক) অ্যাজোলা পানা বাতাসের –

অক্সিজেন / কার্বন ডাই অক্সাইড / নাইট্রোজেন / হাইড্রোজেন – কে বেঁধে ফেলতে পারে ।

উঃ- নাইট্রোজেন ।

খ) কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় ? -

ঋতু পরিবর্তন / জোয়ার ভাটা / হঠাৎ বন্যা হওয়া / পূর্ণিমা ।

উঃ- হঠাৎ বন্যা হওয়া ।

গ) কোনটি মৌল নয় –

তামা / কার্বন / অ্যামোনিয়া / সোনা ।

উঃ- অ্যামোনিয়া ।

২। শূণ্যস্থান পূরণ করো (যে কোনো তিনটি)                     ১ × ৩ = ৩

ক) গো-বক আর _____________- র মধ্যে মিথোজীরী সম্পর্ক দেখা যায় ।

উঃ গরু ।

খ) একটি রাসায়নিক কীটনাশক হল _____________ ।

উঃ DDT ।

গ) ফসফিন অণুতে 1টি ফসফরাস পরমাণুর সঙ্গে _______ টি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে ।

উঃ ৩ টি ।

ঘ) পরিস্রাবণের সময় ফিলটার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থ হলো ___________ ।

উঃ অবশেষ ।

৩। নীচের বাক্যগুলি 'সত্য' না 'মিথ্যা' তা নির্বাচন করো :            ১ × ৩ = ৩

ক) দই-এর সাজাতে যে ছত্রাক থাকে, তারাই দুধকে দই বানিয়ে দেয় ।

উঃ মিথ্যা ।

খ) দাবানল একটি মনুষ্যসৃষ্ট কারণ ।

উঃ মিথ্যা ।

গ) বায়ু হল একটি মিশ্র পদার্থ ।

উঃ সত্য ।

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি)                 × ৩ = ৬

ক) যক্ষার জীবানু আমাদের শরীরে কোথায় বাসা বাঁধে ? যক্ষা হলে আমাদের শরীরে কী কী লক্ষণ দেখা যায় ?

উঃ যক্ষার জীবাণু আমাদের শরীরে ফুসফুসে বাসা বাঁধে । বিকেলের দিকে জ্বর রাতে শ্বাসকষ্ট হয়, যদি বেশি হয় কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে -এই সব লক্ষণ আমাদের শরীরে দেখা যায় ।

খ) এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে ধরালে কী হবে, তা কারণসহ লেখো ।

উঃ এক টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে ধরলে সাদা গুড়ো পাওয়া যায় । ও ম্যাগনেসিয়াম  অক্সাইড পাওয়া যায় ।

গ) পার্থক্য লেখো (২টি)- ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন ।

ভৌত পরিবর্তন

রাসায়নিক পরিবর্তন

১) জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয় ।

 ২)জলীয় বাষ্পকে ঠাণ্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায় ।

 ৩) এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায় ।

 

১) লোহা থেকে মরচে হয়ে গেলে, লোহার একমুখী পরিবর্তন হয়ে যায়।

২) অক্সিজেন আর জল সরিয়ে নিলেও মরচে থেকে আর সহজে লোহায় ফেরত যাওয়া যায় না ।

 ৩) রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না ।

 ঘ) রান্নার সময় সবজিকে ছোটো ছোটো টুকরো করে কাটা হয় কেন ?

উঃ রান্নার সময় সবজিকে ছোটো ছোটো টুকরো করে কাটা হয় কারন রান্নার সময় সবজিটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এবং ভালো সিদ্ধ হলে খেতে ভালো লাগে ও তাড়াতাড়ি হজম হয় ।

 

Related Tags : Class 6 April 2023 English Model Activity Task Question Answer Solution, model activity task Science class 6 part 3, Class 6 model activity task Science part 1, Class 6 model activity task Science part 2, Class 6 model activity task Science november, Class 6 model activity task Science bengali, class 6 Science activity 1


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url