(PDF) CLASS 7 FIRST SUMMATIVE BENGALI EXAM PAPER 2023

প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য Class 7 first summative bengali exam paper 2023 - (সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ) সমস্ত রকমের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে ।  সঙ্গে QUESTION এর PDF টাও দেওয়া হল Practice er জন্য । সপ্তম শেণির এপ্রিল মাসে বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি লিখে দেওয়া হল ।

CLASS 7 FIRST SUMMATIVE BENGALI EXAM PAPER 2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৩

শ্রেণী – সপ্তম         পূর্ণমান – ১৫

বিষয় – বাংলা     সময় – ৩০ মিনিট

 ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ           ১ × ৪ = ৪

১.১) কুতুব মিনারে মোট তলা আছে – 

ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি ।

উঃ ৫টি ।

১.২) ছন্দ শুনতে যা ভুলতে হয় – 

ক) দ্বন্দ্ব খ) পড়া গ) মন্দ কথা ঘ) সুর ।

উঃ দ্বন্দ্ব ।

১.৩) কোনটি দেশি শব্দ ? 

ক) সিমুই খ) লিচু গ) ধামা ঘ) চাকু ।

উঃ ধামা ।

১.৪) চা-চিনি শব্দগুলি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ? 

ক) গ্রীক খ) বর্মি গ) ফরাসি ঘ) চিনা ।

উঃ চিনা ।

২। খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :       ১ × ৭ = ৭

২.১) মেঘের হাতি কী রূপ নিয়েছিল ?

উঃ মেঘের হাতি কুমিরের রূপ নিয়েছিল ।

২.২) কারা কোথায় অ, আ লিখছে ?

উঃ দশটি জোনাকি বকুল গাছে বসে অ-আ লিখছে ।

অথবা, পদ্য লেখা সহজ নয় কখন ?

উঃ  মন্দ কথায় কান দিলে পদ্য লেখা সহজ নয় ।

২.৩) মাকুকে নিয়ে ঘড়িগুলা কী করতে চেয়েছিল ?

উঃ মাকুকে নিয়ে ঘড়িওয়ালা নোটো-মাস্টারের সার্কাস পার্টিতে খেলা দেখাতে চেয়েছিল ।

২.৪) জন্মদিনে সোনা কী উপহার পেয়েছিল ?

উঃ জন্মদিনে সোনা ঠেলাগাড়ি, বেবিপুতুল ইত্যাদি উপহার পেয়েছিল ।

অথবা, মাকুর হাত দুটি বেঁটে কেন ?

উঃ সোনা ও টিয়াকে কলে নিয়ে নিয়ে তার হাত দুটো বেঁটে হয়ে গেছে ।

২.৫) খণ্ডিত শব্দ কী? একটি উদাহরণ দাও ।

উঃ বাংলা শব্দভাণ্ডারের বেশ কিছু ব্যবহারযোগ্য শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারন করা হয় । এদের বলা হয় খণ্ডিত শব্দ । যেমন – ফোন < টেলিফোন

২.৬) তৎসম শব্দ কাকে বলে?

উঃ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাকে তৎসম শব্দ বলে ।

২.৭) বিদেশি ও তদ্ভব শব্দযোগে গঠিত দুটি সংকর শব্দের উদাহরণ দাও ।

উঃ মাস্টারমশাই, অফিসপাড়া ইত্যাদি ।

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :                ২ × ২ = ৪

৩.১) হিমালয়ের গিরিগুহার গণেশের আশ্রয় নেওয়ার কারণ কী ?

উঃ দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্পসংগীত সাহিত্য ইত্যাদির পাট উঠে যেতে লাগল, তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি । তাছাড়া বিজ্ঞনের বাড়ি বাড়িরও একটা সীমা খাকা দরকার বলে তার মনে হলো । গনেশ অনেক চেষ্টা করে যখন দেখল কালের চাকার গতি উল্টোদিকে ফেরানো যাবেনা তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহার আশয় নিল ।

অথবা, একুশে ফেব্রুয়ারির ইতিহাসকে অশ্রুসিক্ত বলা হয়েছে কেন ?

উঃ একুশে ফেরয়ারির ইতিহাসকে অশ্রুসিক্ত বলা হয়েছে কারন এটি পতি বছর ফিরে এসে আমাদের যে কথা মনে করিয়ে দেয় তা হল একুশে ফেব্রুয়ারী আমাদের মাতৃভাষা দিবস । একুশে ফেব্রুয়ারী শহিদ আমাদের অনন্য গৌরব বা আমাদের গর্ব । তাই একুশে ফেব্রুয়ারী কে সার্থক করতে হলে একুশে ফেব্রুয়ারী এর তাৎপর্য বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে কিন্তু বছরে একদিন নয় সারা বছর ধরে ।তাই একুশে ফেব্রুয়ারির ইতিহাসকে অশ্রুসিক্ত বলা হয়েছে ।

৩.২) “তারা ঝরে গেলো” । - তারা বলতে কাদের কথা বলা হয়েছে ? তারা ঝরে গেলো কেন ?

উঃ বিন্নিধানের মাঠের ধারে একটি গাছের ওপর কয়েকটি পাখি বসে গান গেয়েছিল । হঠাৎ মেঘ কালো করে কালবৈশাখী ঝড় উঠলো আকাশে তখন মাঠ, ঘাট, বাট, হাট, বন, মন সব কেঁপে উঠল । তারপর হঠীৎ কয়েকটি গুলির আওয়াজ সব তছনছ করে দেয় । তারপর পাখিরা যে গান গেয়েছিল তারা সব সেই গুলির আওয়াজে সব পাখিরা ঝরে পড়ে ।

অথবা, “আমার আত্মা” দুঃখ হয়ে ওঠে” – কার আত্মা কেন দুঃখ হয়ে ওঠে ?

উঃ মাতৃভাষার লেখক কেদারনাথ সিং- এর আত্মা দুঃখ হয়ে উঠে । চুপ করে থাকতে থাকতে যখন কবির জিভ অসাড়  হয়ে যায় তখন কবির আত্মা দুঃখ হয়ে উঠে ।

BENGALI QUESTION PAPER DOWNLOAD CLASS 7

CLICK HERE

 

Tags : model activity task class 7 math model activity task class 7 part 3 model activity task class 7 bengali part 3 model activity task class 7 bengali part 1 model activity task class 7 english model activity task class 7 history class 7 model activity task 2023 model activity task class 7 2013

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url