প্রিয় বন্ধুরা যারা এই বছর মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষায় 75% স্কোর করেছো। তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য যোগ্য। এই বছর স্কলারশিপ টি 07/10/2020 তারিখে শুরু হয়ে গেছে।তাই এই পোস্ট এর মাধ্যমে আমরা জানবো কি ভাবে এই স্কলারশিপ অ্যাপ্লাই করবো।
প্রথমত যেই সব ছাত্র ছাত্রী রা আগে অ্যাপ্লাই করেনি , তারা FRESH APPLICATION ,আর যারা এর আগে অ্যাপ্লাই করো ছো,তারা এই বার RENUEAL করবে। তাই আমাদের সাথে জুড়ে থাকো।
APPLY FOR FRESH Application
স্টেপ1
FRESH অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে SVMCM PORTAL (Click here)
এবং রেজিস্টার বাটন ক্লিক করার পর নিচে টিক দিয়ে Proceed to register এ ক্লিক করুন।


স্টেপ2
রেজিস্টার এর সময় আপনাকে সিলেক্ট করতে হবে যে , তোমরা কোন ক্যাটাগরি তে আছো।

যেমন
Category | Department |
মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক | DIRECTORATE OF SCHOOL EDUCATION(DSE) (Studying in Higher Secondary Schools) |
মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক(কন্যাশ্রী K 3) | KANYASHREE PRAKALPA(K3)(For General PG Courses of Kanyashree(K2) Girls |
জেনারেল ডিগ্রি কোর্স অর্থাৎ college,university | DIRECTORATE OF PUBLIC INSTRUCTION (DPI)(Studying in General Degree Colleges or Universities) |
মেডিক্যাল স্টুডেন্ট | DIRECTORATE OF MEDICAL EDUCATION(DME) (Studying in Medical/Nursing Colleges or Institutions) |
টেকনিক্যাল স্টুডেন্ট(ইঞ্জিনেরিং) | DIRECTORATE OF TECHNICAL EDUCATION (DTE)(Studying in Degree Engineering or Technical Colleges or Universities) |
টেকনিক্যাল স্টুডেন্ট(পলিটেকনিক) | DIRECTORATE OF TECHNICAL EDUCATION AND TRAINING (DTE&T) (Studying in Polytechnic Colleges or Institutions) |
স্টেপ3
এরপর তোমাদের ডিটেইলস fill up করার জন্য একটা নতুন পপআপ tab ওপেন হবে। সেখানে তোমাদের মতন পাসওয়ার্ড এন্টার করে সব ডিটেইলস carefully সাবমিট করতে হবে। এর পরে তোমাদের মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য OTP ভেরিফাই করতে হবে।

এবং কন্যাশ্রী APPLICANT দের জন্য এক্সট্রা ফর্ম FILL UP করতে হবে ।
স্টেপ4
এরপর তোমাদের একটা ID NUMBER জেনারেট হবে আর একটা slip পাবে তা ডাউনলোড করে রাখতে হবে।

স্টেপ5
এরপর তোমাদের ওই ID পাসওয়ার্ড আর নিচে দেওয়া captha বা সিকিউরিটি কোড দিয়ে লগইন করতে হবে।

স্টেপ6
লগইন করার পর ,
আপনি DASHBOARD এ EDIT PROFILE এ ক্লিক করতে হবে।

স্টেপ7
এরপর আপনার basic detail দিয়ে সাবমিট করতে হবে। এখানে আপনার একটা ফটো ও সিগনেচার আপলোড করতে হবে , একানে আপনাদের IMAGE SIZE ও IMAGE FORMAT
কে মেইনটেইন করতে হবে।
যেমন
PHOTO Size 20KB-50KB |
SIGNATURE Size 10KB-20KB
FORMAT- JPEG/JPG

ইমেজ এর সাইজ ছোট করার জন্য LIT photo অ্যাপ টি ইনস্টল করতে হবে।
এরপর SAVE AND CONTINUE তে ক্লিক করুন।
স্টেপ8
এরপর আর একটা পেজ ডিটেইলস fillup করতে হবে।
এখানে আপনার personal detail ,Address আর bank details সাবমিট করতে হবে।

For kanyashree
কন্যাশ্রী অপ্লাইক্যান্ট দের কোনো ব্যাঙ্ক ডিটেইলস দিতে হবেনা , কন্যাশ্রী করার সময় যেই একাউন্ট দিয়েছে সেটাই দেখাবে। কেউ যদি নতুন করে লিংক করতে চাও , তাহলে করতে পারবে , কিন্তুু তার কারণ দেখতে হবে। ।
স্টেপ9
এর পরের স্টেপে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে।
ডকুমেন্ট গুলি হলো
1। শেষ বছর এর রেজাল্ট স্ক্যান কপি (দুটি সাইড)
2।ইনকাম সার্টিফিকেট (issued by BDO OR SDO) ইনকাম সার্টিিকেট মডেল-
-Download
3।বর্তমান কোর্স এ অ্যাডমিশন RECEIPT
4। Bank passbook (ফার্স্ট পেজ)
5। Domiciliary সার্টিফিকেট- Aadhar/votar/ration card

স্টেপ10
এরপর AGREE BOX এ TICK দিয়ে SAVE AND CONTINUE তে ক্লিক করুন।
এরপর একটা অ্যাপ্লিকেশন form show হবে, যেখানে সব ডিটেইল দেওয়া আছে । সব ডিটেইলস যদি ঠিক হয় তাহলে SUBMIT APPLICATION এবং অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করুন।
এরপর আপনার ডকুমেন্ট successfully submit হয়ে যাবে।
Apply For Renuwal applicantion
যারা আগের বার অ্যাপ্লাই করছো, তারা শুধু তাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসিতে এ লগিন করে ADMISSION RECEIPT ও RESULT আপলোড করলে হয়ে যাবে। আর কোনো কিছু করতে হবে না।

বিশেষ কথা
এই স্কলারশিপ টি সবাই অ্যাপ্লাই করতে পারবে না , তার জানার জন্য এই পোস্ট read করো। Click here
এখনো কোনো ডেট দেওয়া হয়নি, তাই website ভিজিট করতে থাকো।
পাসওয়ার্ড /আইডি FORGET করার জন্য এই লিংক এ ক্লিক করুন।
করতে পারো, কিন্তুু দুটো নাও পেতে পারো,নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করলে অন্য কোনো সরকারি (স্টেট/সেন্ট্রাল) স্কলারশিপ যেমন -Oasis, নবান্ন স্কলারশিপ এবং অন্যান্য কেন্দ্রীয় স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না ,
যদি কেউ দুটো বা তার বেশি করো তাহলে , যেকোনো একটা পাবে ।
কেউ যদি দুটো করো এবং দুটার টাকা পাও , তাহলে তার GOODLUCK ।
এখনো কোনো লাস্ট তারিখ দেওয়া হয় নি
হ্যাঁ, Executive Officer / Finance Officer / Education Officer in case of municipality, Commissioner / Dy. Com / Municipal secretary in case of Corporation Area, G.R-A Gazetted Officer) whom the Income Certificate is issued from.
এরাও করতে পারবে
তুমি স্কুল /কলেজে /ইনস্টিটিউট থেকে চেঞ্জ করতে পারবে।
অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ভেরিফাই হওয়ার পর 3-4 মাস পরে টাকা ব্যাঙ্ক অ্যাকউন্ট চলে আসবে , এবং তা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে।
এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে , তাহলে কমেন্ট বক্স জানাবে , অথবা SVMCM বিকাশ ভবন যোগাযোগ করুন ।
নাম্বার 18001028014 ও ইমেইল আইডি [email protected]
Very well research post. thanks for sharing with all. Bea Wolfy Arlon
Some genuinely nice and utilitarian information on this web site, also I think the style contains good features. Ulrike Barrett Ada
You get a lot of respect from me for writing these helpful artsilec. Ania Parnell Capello
Hi my friend! I want to say that this post is amazing, great written and include almost all vital infos. I would like to peer extra posts like this. Carlita Basilio Rozanna
I blog often and I really thank you for your content. Ilka Eddie Pan
Yes! Finally someone writes about free Robux Generator. Alica Brice Bowlds
Great article! This is the kind of info that are supposed to be shared around the web. Carole Cleve Elsa
Hi there, I enjoy reading through your article post. I like to write a little comment to support you. Valaree Gustavo Sturrock
Hello, I will be in Katowice this month, also for an year. Eva Reinaldo Scrogan
You have brought up a very fantastic points , appreciate it for the post. Merissa Burch Obellia
I really like seeing websites that understand the value of providing a quality useful resource for free. A hard-hitting post. Randa Raff Mattah
There is definately a great deal to find out about this topic. I really like all of the points you have made. Leesa Addison Gaddi